<div style="background-color:red;color:white;padding:3px;">ধোনি আর আগের মতো নেই। সত্যিটা জানিয়ে দিলেন ভারতের প্রাক্তন তারকা</div>
সম্প্রতি ধোনির বিরুদ্ধে সমালোচনায় সরব হয়েছেন ক্রিকেটপাগলরা। ধোনির মন্থর ব্যাটিং নিয়ে কম কালি খরচ হয়নি সংবাদমাধ্যমেও। ভারতীয় ক্রিকেটে ধোনির অবদান নিয়ে শ্রদ্ধাশীল কপিল। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ভারতের প্রাক্তন অধিনায়ক বলেছেন, ‘‘আগেও ধোনিকে নিয়ে যেমন প্রত্যাশা ছিল, এখনও আমাদের ঠিক তেমনই প্রত্যাশা। এরকম প্রত্যাশায় লাভ হবে না।’’
কপিল আরও বলছেন, ‘‘ধোনির অভিজ্ঞতা যথেষ্ট। অভিজ্ঞতা দিয়ে দলকে সাহায্য করতে পারবে ধোনি। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে। এখন ধোনির বয়স আর ২০ নয়। ২০ বছর বয়সেও আর ফিরে যাবে না ধোনি। ধোনি যদি ফিট থেকে ভাল ক্রিকেট তুলে ধরতে পারে, তাহলেই দলের সম্পদ বলে বিবেচিত হবে।’’
অর্থাৎ কপিল যেটা বোঝাতে চাইলেন তা হল, এখনকার ধোনির উপরে আগের মতো আশা করা উচিত নয়। ধোনি আগের সময় ফেলে এসেছেন। কেরিয়ারের প্রায় সায়াহ্নে পৌঁছে যাওয়া ধোনির কাছ থেকে আর অতীতের পারফরম্যান্স চাওয়া কাম্যও নয়।
অতীতেও মহেন্দ্র সিংহ ধোনির উপরে প্রত্যাশা করা হতো। এখনও তাই করা হয়। ১৯৮৩ সালের বিশ্বজয়ী অধিনায়ক কপিলদেব নিখাঞ্জ জানিয়েছেন, ধোনির উপরে এখন আর আগের মতো আশা করা উচিত নয়। এতে হীতে বিপরীত হতে পারে।

Tags : ধোনি আর আগের মতো নেই। সত্যিটা জানিয়ে দিলেন ভারতের প্রাক্তন তারকা
Recommended Articles
Comment Section