২০১৯ সালে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ রচনাধর্মী (প্রশ্নের মান ২) জিবন বিজ্ঞানের সাজেশন আলোচনা করা হল।
২০১৯ মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন পর্ব – ১
জীবন বিজ্ঞান ও পরিবেশঃ
হরমোনকে কেন রাসায়নিক সমন্বায়ক বলা হয়?
অক্সিন ও জিব্বেরেলিন হরমোনের মধ্যে নিম্নলিখিত দুটি বিষয়ে পার্থক্য লিখ- ১) উৎস ২) রাসায়নিক উপাদান
একটি ট্রপিক চলন নিয়ন্ত্রণকারী হরমোনের নাম কী? এটি কোন অংশ থেকে নিঃসৃত হয়।
অক্সিন হরমোনের একটি উৎস ও এমন দুটি কাজ উল্লেখ করো জার ব্যবহারিক প্রয়োগমূল্য আছে।
ট্রপিক চলন নিয়ন্ত্রণে অক্সিনের ভুমিকা উল্লেখ করো।
পার্থেনোকার্পি কি?
কৃত্রিম অক্সিনের তিনটি ব্যবহারিক প্রয়োগ উল্লেখ করো।
জিব্বেরেলিন কীভাবে বিজের সুপ্ত অবস্থার ভাঙ্গন ঘটায়?
সাইটোকাইনিন হরমোনের কাজ লিখ?
অক্সিন ও জিব্বেরেলিনের একটি করে উৎসগত এবং দুটি কার্যগত পার্থক্য নির্দেশ কর।
কৃষিকাজে অক্সিন হরমোনের চারটি ব্যবহারিক প্রয়োগ উল্লেখ করো।
হরমোন কথার অর্থ কী ? কোন বিজ্ঞানীদ্বয় প্রথম হরমোনের উপস্থিতির কথা উল্লেখ করেন?
থাইরক্সিন এর উৎস ও ভুমিকা লেখ?
পিটুইটারি গ্রন্থিকে ‘ প্রভুগ্রন্থি ‘ বলা হয় কেন?
উদ্ভিদ ও প্রাণী হরমোনের দুটি পার্থক্য লিখ?
অন্তক্ষরা গ্রন্থিগুলিকে অনাল গ্রন্থি বলে কেন?
ইনসুলিন কীভাবে প্রোটিন বিপাক নিয়ন্ত্রণ করে?
প্রোজেস্টেরন হরমোনের দুটি কাজ ও উৎস উল্লেখ কর।
বাকীগুলি অতিশিগ্রি আপডেট করা হবে ততক্ষণে সঙ্গে থাকুন …
Tags : ২০১৯ মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন | সাথে কিছু কথা
Recommended Articles
Comment Section